!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ ৯টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ২ টি অভিযান পরিচালনা সহ ৭ টি দপ্তরে পত্র প্রেরণ করেছে!!
বিশেষ প্রতিবেদক ঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জন্ম-মৃত্যু নিবন্ধন শাখা, অঞ্চল-০৫, ঢাকা-এর নিম্নমান সহকারীর বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রদানে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আযাদ ও সিলভিয়া ফেরদৌসের সমন্বয়ে একটি টিম রবিবার ২ জানুয়ারী একটি অভিযান পরিচালনা করেছে। দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে জন্য ছদ্মবেশে কার্যালয়ে অবস্থান করে এবং সেবা প্রার্থীদের হয়রানি ও দালালদের দৌরাত্মের প্রমাণ পায়। এ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছে দুদক টিম এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২০-২১ অর্থ বছরের এডিবি, টিআর, কাবিখা ও এলজিএসপি-৩ এর সরকারি বরাদ্দকৃত অর্থ কাজ না করে উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর উপ সহকারী পরিচালক আরিফ আহম্মেদ-এর নেতৃত্বে একই দিনে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। দুদক টিম উক্ত দপ্তর ও প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে অভিযোগ প্রসঙ্গে সুবিধাভোগী ও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ঠদের সাথে কথা বলে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য প্রমান যাচাইপূর্বক সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট টিম।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।