উক্ত আসামী সহ তাহার সহযোগী আসামী জোবায়ের, মাহফুজ সহ অজ্ঞাতনামা আসামী গন জনপ্রতি ১০ লক্ষ টাকা চুক্তিতে ভিকটিম রাকিবুলের নিকট হতে ৮ টি পাসপোর্ট সংগ্রহ করে, আসামীগন ৫ টি কানাডার ভিসার কপি দেখিয়ে টাকা দাবী করলে ভিকটিম ৬৭০০০০ টাকা প্রদান করে।
পরবর্তীতে আরো টাকা চাইলে ও তালবাহানা করলে, অনলাইনে চেক করে ভিসা গুলি জাল বলিয়া জানতে পারেন, ভিকটিম পাসপোর্ট গুলি ফেরত চাইলে আসামী আরো এক লক্ষ টাকা দাবী করে, এক পর্যায়ে আসামী বিল্লাল হোসেন পাসপোর্ট গুলি মহাখালী এস এ পরিবহনে জাল ভিসা সহ
৫০ হাজার টাকা ডিমান্ড মানি দিয়ে জমা দিলে। সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ অভিযান পরিচালনা করে আসামী বিল্লাল হোসেনকে আটক করে।
ঘটনার বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায আসামী বিল্লাল হোসেন সহ সহযোগী আসামী সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলা নং ২ তাং ২/২/২০২২ ধারা ৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৪৭১/৩৮৫/১০৯ পেনাল কোড রুজু করা হয়েছে।