মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালনা

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ ৩ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন

ঘরোয়া হোটেল ও নিউ তকদির হোটেলে মনিটরিং কালে দেখা যায় যে, একই ফ্রিজে রান্না করা খাবার ও কাচা মাছ মাংস একত্রে সংরক্ষণ করা হচ্ছে, রান্নাঘর অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর, খাবারে মৃত মাছি পাওয়া যায়।

প্রতিষ্ঠান দুইটি প্রিমিসেস লাইসেন্স গ্রহণ করেনি। হোটেল দুই টিকে ২০০০ টকা করে জরিমানা করা হয়। দুইটি প্রতিষ্ঠান কে মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।