নিজস্ব প্রতিবেদক ঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ৪ জন আসামী গ্রেফতার করেছে।
জানা গেছে, এসআই(নিঃ) তানজিল আল আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পঁচাপুকুর পাড় সংলগ্ন আলতাফ মঞ্জিলের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৯ (নয়) পিছ নেশাজাতীয় ইনজেকশ, যাহার ওজন ১৮ মিঃ লিঃ, যাহার মূল্য অনুমান ১৩৫০ (এক হাজার তিনশত পঞ্চাশ) টাকা উদ্ধার সহ মাদক ব্যবসায়ী শান্ত সরকার (২৫), পিতা- সমীর সরকার, বাসা নং-২১৭, ওয়ার্ড নং-১১, নওমহল, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) শুভ্র সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কেওয়াটখালী বাজার হইতে চুরি মামলার আসামী ১।মোঃ আক্তার আলী (৩২), পিতামৃত-হাছেন আলী, মাতা-মোছাঃ আম্বিয়া খাতুন, সাং-কেওয়াটখালী বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে রহমতপুর বাইপাস এলাকা হইতে চুরি মামলার আসামী মোঃ আমিনুল ইসলাম ওরফে কাইনছা (৩০), পিতা-বাছেদ মিয়া ওরফে বাদশা, সাং-বাউশি ধারাবর্ষা, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুরকে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ভাটিকাশর আলীয়া মাদ্রাসা মোড়স্থ মোস্তাক ষ্টোর এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী রফিকুল ইসলাম (২৭), পিতা-লিয়াকত আলী মন্ডল , সাং-ভাটি কাশর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/01/269151455_659080475267316_19017618688022981_n.jpg)