নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ৫ জানুয়ারী আণ্ডারগ্রাউণ্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ এবং ডিসপেন্সিং ইউনিটের ভেরিভিকেশন সনদ প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার রাজধানীর যাত্রাবাড়ি থানাস্থ রায়েরবাগ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাস্থ স্পীড বার্ড সিএনজি এন্ড ফিলিং স্টেশন লিঃ, রায়েরবাগ, মাতুয়াইল, ঢাকা-কে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
এছাড়াও একই এলাকায় অবস্থিত মেসার্স রানা ইন্টারন্যাশনাল বিল্ডার্স সিএনজি এন্ড ফিলিং স্টেশন, ডব্লিউ.জেড সিএনজি ফিলিং এন্ড সার্ভিসিং স্টেশন লিঃ এবং মেসার্স ইউনাইটেড ক্যাব লিমিটেড-এ মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) রোশনা আক্তার অংশগ্রহণ করেন।