নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ৫ জানুয়ারী বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর আয়োজনে এবং প্রাধান অতিথি নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক, মোস্তাইন বিল্লাহ উপস্থিতিতে ৪০ জন খাদ্য ব্যবসায়ীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর সহ আরো অনেকে ।
এ সময় খাদ্য ব্যবসায়ীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ বই,লিফলেট, এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে তাদের ভূমিকা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ এবং দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি খাদ্য ব্যবসায়ীদের স্বতঃস্ফুর্ত আলোচনার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।