নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান। শনিবার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে মতবিনিময় করেন তাঁরা।
মতবিনিময়কালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শিল্পায়ন হয়নি। রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
রাজশাহীর প্রথম বিসিকের সুফল আমরা পাইনি। নগরীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ প্রায় শেষ পর্যায়ে। সেখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দিতে হবে। এ সময় বিসিক চেয়ারম্যান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
সাক্ষাৎকালে বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ উপস্থিত ছিলেন।