বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৪৪৭ বোতল ফেনসিডিল সহ ৩ জন গ্রেফতার

অন্যান্য এইমাত্র

সুমন হোসেন ঃ যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিকনির্দেশনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস টিম রবিবার ৯ জানুয়ারি, রাত ১ টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর খেয়াঘাটপাড়া গ্রামস্থ মোঃ আতিয়ার রহমান এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪৪৭ (চারশত সাতচল্লিশ) বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসমীরা যথাক্রমে, মোঃ শাহ আলম (৪০), পিতা-মৃত আহম্মেদ খাঁ, মোঃ আরজু@ ইমরান (১৯), পিতা-মোঃ শাহ আলম, উভয় সাং-কাগমারী, এ/পি সাং-ভবেরবেড় এবং মোঃ আক্তারুল ইসলাম (২৭), পিতা-মৃত মঞ্জুরুল ইসলাম, সাং-বড় আচঁড়া, সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।


বিজ্ঞাপন

এসংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।