সুমন হোসেন ঃ গত শনিবার ৮ জানুয়ারী, ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম রাত সাড়ে ৭ টার সময় যশোর কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে যশোর কোতয়ালী মডেল থানাধীন জগহাটি সাকিনস্থ মোঃ আইয়ুব হোসেন, পিতামৃত- আমজাদ বিশ্বাস এর দোতলা বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর হতে ২ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
গ্রেফতার কৃত রা যথাক্রমে মোঃ ইমরান হোসেন (২২), পিতা- খোকন হোসেন, সাং-জগহাটি, থানা-কোতয়ালী মডেল, এবং সাদ্দাম হোসেন (৩৩), পিতা- মোঃ
সায়েম আলী, সাং-কয়েরপাড়া, থানা-চৌগাছা, উভয় জেলা-
যশোর।
গ্রেফতার কৃত দের কাছ থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ৩০,০০০ টাকা।
এ সংক্রান্তে এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ বাদী হয়ে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী এজাহার দায়ের করেন।