মনোভাব প্রকাশ ! ভালোবাসার বুকে করোনা নামটি মূল্যহীন!

অন্যান্য এইমাত্র

আছিফুর রহমান ঃ আবু জাফর সূর্য, নন্দিত সাংবাদিক নেতা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি।
গতকাল দেখা হয়েছিলো ঢাকার পল্টন মোড়ে। দু’জনের মাস্ক পরা থাকলেও সালাম দিয়ে পরিচয় দিলাম আমি আপনার ছোটভাই তোতা। মুহুর্তে হাতে হাত থেকে বুকে জড়িয়ে নিলেন। কোথায় করোনা। ভালোবাসার বুকে করোনা নামটি মূল্যহীন।


বিজ্ঞাপন

চলছে কুশল বিনিময়। অন্য কেউ হলে হয়তো সেলফি তুলতে চাইতেন। কিন্তু, আমার মনে অন্য কিছু। এতবড় একটা ভালোবাসার বুকে আরো কিছুটা সময় অবস্থান করতে। স্বর্ণের পানিতে ধুয়ে (আমি) তামা যদি একটুও স্বর্ণালী রং ধারণ করে। সামান্য সময় হলেও বুকটা ঠান্ডা হলো। বিদায় ঢাকা।

২২ বছরে আমি এবং আমাকে অনেক সাংবাদিক বুকে জড়িয়ে ধরেছি-ধরেছে। সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিতে গিয়েও অনেক বুক এবুকে মিলেছে। তাদের অনুভুতিও হয়তো আমার মতো হয়। ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা সম্ভব।

নন্দিত সাংবাদিক নেতা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, সংবাদপত্র জগতের উজ্জ্বল নক্ষত্র আবু জাফর সূর্য ভাই। আপনি শুধুমাত্র একটি নামই নন- আপনি সাংবাদিকদের একটি ভালোবাসার ব্রান্ড।
আপনি সেই আপনি-ই রয়ে গেছেন। তেমনই রয়ে গেছে সাংবাদিকদের জন্য আপনার ভালোবাসার বুকটাও।