নিজস্ব প্রতিবেদক ঃ দুর্নীতি দমন কমিশন ( দুদক) , প্রধান কার্যালয়, ঢাকার উপ-পরিচালক মোহাম্মদ ফয়সাল অষ্ট্রেলিয়া সরকারের Research Training Stipend স্কলারশীপের আওতায় University of Queensland-এর School of Social Science-এ গবেষণাপূর্বক উচ্চশিক্ষার্থে Doctoral Program এর শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য জন্য মনোনীত হয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদেনের প্রেক্ষিতে ৪ (চার) বছর মেয়াদী বর্ণিত কোর্সটিতে মোহাম্মদ ফয়সাল অংশগ্রহণ করবেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)