এন্টি টেররিজম ইউনিটে ৪ সপ্তাহ ব্যাপি মেন্টরশীপ ট্রেনিং প্রগ্রাম এর শুভ উদ্বোধন

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ এন্টি টেররিজম ইউনিট এর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইউএস অ্যাম্বাসি, ঢাকা গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে কাজ করছে। এটিইউ কর্মকর্তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য ইউএস অ্যাম্বাসি, ঢাকা বিশেষায়িত ‘মেন্টরশীপ’ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে।


বিজ্ঞাপন

এটিইউ হেডকোয়ার্টার কনফারেন্স রুমে গত রবিবার ৯ জানুয়ারি, চার সপ্তাহ মেয়াদি ‘মেন্টরশীপ’ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি, এন্টি টেররিজম ইউনিট মোঃ কামরুল আহসান বিপিএম (বার)। এসময় ইউএস অ্যাম্বাসি, ঢাকার সিনিয়র কাউন্টার টেররিজম অ্যাডভাইজর Mr. Ricky Chambers, এটিএ মেন্টর Mr. Frank Weicks, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স), এটিইউ মোঃ মনিরুজ্জামান, বিপিএম (বার), পিপিএম (বার) ও এন্টি টেররিজম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।