বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ১২ জানুয়ারি, বিকেল ৩ ঘটিকায় বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস এর প্রাঙ্গণে KOICA’S COVID19 SUPPORT এর আওতায় প্রাপ্ত এম্বুলেন্স এবং কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং শেখ হাসিনা ন্যাশনাল ইস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিকে একটি করে মোট দুটি এম্বুলেন্স এর প্রতীকী চাবি প্রদান করা হয়, ৬ টি কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারকে মোট ৬ টি ল্যাপটপ এবং ২টি উপজেলা হেলথ কমপ্লেক্সকে দুটি ডেস্কটপ (all in one) এবং একটি প্রিন্টার প্রদান করা হয়।

এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাহিদ মালেক এমপি, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকমান হোসেন মিয়া, সিনিয়র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রী তার দিকনির্দেশনামূলক বক্তব্যে জনগণকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠান পরিহার করার পরামর্শ প্রদান করেন।

এম্বুলেন্স, ল্যাপটপ ও ডেস্কটপ প্রদান করার মাধ্যমে স্বাস্থ্য সেবায় মাইলফলক স্থাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।