নিজস্ব প্রতিনিধি ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোঃ কার্যালয়ের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমার ঐকান্তিক ইচ্ছায় ও আর্ক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম মহানগরীর ১৭টি বেসরকারি নিরাময় কেন্দ্রের অংশগ্রহণে রিকোভরি টেবিল টেনিস লীগ (আরটিটিএল) এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার ১২ জানুয়ারি, চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ খুলশীতে অবস্থিত আর্ক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রিমিজেসে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোঃ কার্যালয়ের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
সভাপতিত্ব করেন আর্ক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রধান নির্বাহী পারভেজ আহমেদ।
অনুষ্ঠানটিতে বিভিন্ন নিরাময় কেন্দ্রের প্রধান নির্বাহীগণ, খেলোয়াড় ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।