যশোরে ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য সহ ৪ জন গ্রেফতার

অন্যান্য এইমাত্র

সুমন হোসেন ঃ যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক পৃথক ৩ টি অভিযানে যশোরের বিভিন্ন এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ১টি মোটরসাইকেল সহ ৪ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

অভিযান -১


বিজ্ঞাপন

বুধবার ১২ জানুয়ারী, ৫ টা ১০ মিনিটে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে যশোর ঝিকরগাছা থানাধীন মোহাম্মদপুর বাজার টু ঝিকরগাছা গামী সড়কের অমৃত বাজারস্থ (মাগুরা) সিরাজ ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী মিঠুন দে (৩০), পিতা- রামপদ দে, সাং-আইসার, থানা-ডাসার, জেলা-মাদারীপুরকে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৯০,০০০ টাকা।

এ সংক্রান্তে এসআই(নিঃ) রাজেশ কুমার দাশ বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-২

বুধবার ১২ জানুয়ারী, ৪ টা ৫০ মিনিটে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল, এএসআই (নিঃ) এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে যশোর কোতয়ালী মডেল থানাধীন সাহাবাটি গ্রামস্থ জনৈক শাহাজানের ইট-বালি বিক্রয়ের দোকানের সামনে সাহাবাটি টু বলরামপুর গামী পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ ইমামুল (২৭), পিতা- আবু খায়ের মুকিন, সাং-জয়পুর, থানা-মনিরামপুর, জেলা-যশোরকে ৬০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধার কৃত মালামালের মূল্য ১৮,০০০ টাকা।

এ সংক্রান্তে এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-৩

বুধবার ১২ জানুয়ারি, ৫ টা ২০ মিনিটে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান, এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন, এএসআই (নিঃ) ৫১১ মোঃ ইমদাদুল হক, এএসআই (নিঃ) ৫৩৮ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে যশোর কোতয়ালী মডেল থানাধীন খামার বাগডাঙ্গা গ্রামস্থ বজলো পাঠালী মসজিদ মোড়ের সামনে কাঁচা রাস্তার উপর হতে আসামী শরিফুল ইসলাম (৩৫), পিতামৃত- লস্কর আলী, এবং হামিদ মোল্লা(২৬), পিতা-ইসমাইল মোল্লা, উভয়সাং- বাগডাঙ্গা পুকুরপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা-যশোরদ্বয়কে ৬০০ গ্রাম গাঁজা এবং একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ১৮,০০০ টাকা।

এ সংক্রান্তে এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।