নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ১৭ জানুয়ারি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব আহমদ সালমান সিরাজী ও মনিটরিং অফিসার মো : আসলাম উদ্দিন রাজধানী ঢাকার বেইলী রোডের সুইস বেকারি ও এ ওয়ান পেস্ট্রি শপে নমুনা সংগ্রহ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
এসময়ে কেকে মিশ্রিত রং এর নিরাপদতা যাচাইয়ে ল্যাবে পরীক্ষার জন্য রংয়ের নমুনা সংগ্রহ করা হয়।