আগামী কাল সোমবার ৩১ জানুয়ারি, শরীয়তপুর জাজিরা ও পালং উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উক্ত নির্বাচন উপলক্ষ্যে রবিবার ৩০ জানুয়ারি, বেলা ১১ টায় শরীয়তপুর জেলার জাজিরা ও পালং থানা প্রাঙ্গণে জাজিরা ও পালং থানা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত সকল পুলিশ অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন জাজিরা থানা প্রাঙ্গণে মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার,( প্রসাশন ও অপরাধ), শরীয়তপুর।
এবং পালং থানা প্রাঙ্গণে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর শরীয়তপুর।
এ সময় উপস্থিত ছিলেন, এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) শরীয়তপুর। মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, জাজিরা, শরীয়তপুর। মোঃ আক্তার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুর।
মোঃ কামরুল ইসলাম, ডিআইও-২, জেলা বিশেষ শাখা, শরীয়তপুরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।