যশোরে ডিবি পুলিশের অভিযানে তক্ষক প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার, তক্ষক ও নগদ টাকা জব্দ

অন্যান্য এইমাত্র

সুমন হোসেন ঃ ঘটনার বিবরণে জানা গেছে গত ২৯ জানুয়ারি, শুক্রবার ৭ টা ২৫ মিনিটের সময় যশোরের পুলিশ সুপার এর দিকনির্দেশনা নির্দেশনায় এসআই রাজেশ কুমার দাশ, এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষ গনের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে মনিরামপুর থানাধীন বিপ্রকোনা গ্রামস্থ জনৈক রেজাউল ইসলামের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে প্রতারক চক্রের সক্রিয় সদস্য বিশ্বজিৎ মন্ডল (২৫), ও মোঃ আব্দুল খালেকদের গ্রেফতার করেন।

গ্রেফতারকালে তাদের দখল হতে কথিত তক্ষক নামীয় সরীসৃপ প্রাণী ২ টা জীবিত ও ১ টা মৃত প্রাণী ও নগদ ৩০,০০০ টাকা উদ্ধার করেন।

বেশ কিছুদিন যাবত গোপন সংবাদ পাওয়া যাচ্ছিল যে, মনিরামপুর থানা এলাকায় একটা প্রতারক চক্র কথিত তক্ষক নামীয় সরীসৃপ বিক্রয়ের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল করতেছিল।

নজরদারি অব্যহত রাখা হয় এবং সফল অভিযান পরিচালনা করা হয়। জীবিত প্রাণীগুলোকে আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে বিভাগীয় ফরেষ্ট অফিসারের মাধ্যমে প্রকৃতিতে অবমুক্ত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা যথাক্রমে,বিশ্বজিৎ মন্ডল (২৫), পিতা- বিকাশ মন্ডল, সাং- মনোহরনগর, থানা- কেশবপুর, জেলা- যশোর,
এবং মোঃ আব্দুল খালেক (৫৫), পিতা- মোঃ ইউনুস আলী, সাং- দক্ষিণ জয়নগর, থানা- দৌলতখাঁ, জেলা- ভোলা।

উদ্ধারকৃত মালামাল যথাক্রমে,
৩ (তিন) টা কথিত তক্ষক নামীয় সরীসৃপ প্রাণী (যাহার মধ্যে ২ টা জীবিত ও ১ টা মৃত), নগদ -৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা।