এর আগে ২০১২ সালে এই দায়িত্ব পালন করেছিলো বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এই পদের জন্য নির্বাচিত প্রথম নারী। আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন তিনি।
মিশরের কাছ থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশন একটি আন্তঃসরকার পরামর্শক সংস্থা যা সংঘাতপূর্ণ দেশসমূহকে তাদের অনুরোধে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে থাকে।
এর লক্ষ্য হলো অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়নের মাধ্যমে সংঘাত রোধ করা। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য সহ ৩১।
বাকিদের মধ্যে রয়েছে শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী প্রথম পাঁচটি দেশ ও আর্থিকভাবে সবচেয়ে বেশি অবদান রাখা পাঁচটি দেশের আরও মোট ১০ সদস্য।
উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বর্তমানে সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠিয়ে থাকে বাংলাদেশ।