নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ১ ফেব্রুয়ারী দুপুর ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
রাফি ফার্মেসিতে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও এম আর পি বিহীন ওষুধ বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে।
ফার্মেসি টিকে ২০০০ টাকা জরিমানা করা হয়। একতা মিষ্টান্ন ভান্ডারে মনিটরিং কালে দেখা যায় যে, রসমালাই এবং দই এর মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন উল্লেখ করা হচ্ছে না। দোকান টিকে ১০০০ টাকা জরিমানা করা হয়। মোট ২টি প্রতিষ্ঠান কে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম অভিযানে সহযোগিতা করেন।