যৌথ অভিযানে রুট পারমিটবিহীন দুটি বাস ডাম্পিং

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে নগরীর গুলিস্তান মোড়ে ও শংকর বাসস্ট্যান্ড এ দুটি পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।


বিজ্ঞাপন

অভিযানে রুট পারমিটবিহীন চলাচল করায় দুটি বাস ডাম্পিং করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন আইন এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১৫টি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার ২ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঢাদসিক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার ও বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম গুলিস্তান মোড়ে এবং বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন শংকর বাসস্ট্যান্ডে অভিযান দুটি পরিচালনা করেন।

অভিযানে রুট পারমিট না থাকায় সময় পরিবহন (ঢাকা মেট্রো ব-12-0644) ও টি-থ্রি পরিবহনের (ঢাকা মেট্রো ব-13-1781) দুটি বাস ডাম্পিং করা হয়। অভিযানকালে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ১৫টি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।