স্থানীয় ইউপি নির্বাচন-২০২২ উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তি

অন্যান্য এইমাত্র

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামি ৫ ফেব্রুয়ারি, সিলেট মহানগর এলাকায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এর ৬ষ্ঠ ধাপের ভোট গ্রহণ উপলক্ষ্যে স্থগিতকৃত দক্ষিণ সুরমা উপজেলার আওতাধীন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এর স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০৩৬.২১-৩৯৯, তারিখ-২৬ জানুয়ারি, মূলে পরিপত্র অনুযায়ী ৩ ফেব্রুয়ারি, দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ভোট গ্রহণের পরের দিন ৬ ফেব্রুয়ারি, দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।


বিজ্ঞাপন

পরিপত্র অনুযায়ী নির্বাচনের আগের দিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি, দিবাগত মধ্যরাত ১২ টা হতে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি, দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, বেবীট্যাক্সি/অটোরিক্সা, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পীটবোটসমূহের চলাচল বন্ধ থাকবে (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌ-যান নিষেধাজ্ঞা বহির্ভূত থাকবে)।

এছাড়াও গতকাল বুধবার ২ ফেব্রুয়ারি, দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ৮ ফেব্রুয়ারি, দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী নির্বাচনে প্রার্থী, আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না।

কতিপয় জরুরী কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ষ্টীকার ব্যবহার করতে হবে। ( সংবাদ বিজ্ঞপ্তি)