বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন কর্তৃক ৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন কর্তৃক চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত থেকে ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, নিজস্ব তথ্যের ভিত্তিতে বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এর নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম এবং সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ বিজিবি’র একটি বিশেষ টহলদল কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৌবাজার নামক স্থানে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বিজিবি’র আভিযানিক টহলদল উল্লেখিত স্থান হতে মালিকবিহীন ৫০,০০০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবার আনুমানিক সিজারমূল্য-১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা