রাজধানীতে র‍্যাব ও বিএসটিআই এর যৌথ অভিযানে অনুমোদন বিহীন পণ্য বিক্রির অভিযোগে গুলশানে সুপার শপ কে ৮ লাখ টাকা জরিমানা

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা মহানগরীর গুলশান থানাধীন এলাকায় ১ টি সুপার শপে বিএসটিআই এর অনুমোদন বিহীন লোগো ব্যবহার করে পন্য মজুদ, সংরক্ষন ও বিক্রয়ের অভিযোগে ৮ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪ ও বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, নকল পণ্য ক্রয়-বিক্রয় ও তৈরী করায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃতে সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা ও মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজী), বিএসটিআই, ঢাকা গণের সহযোগিতায় গত মঙ্গলবার ১ ফেব্রুয়ারি, দুপুর ১২ টা ১০ মিনিট থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঢাকা মহানগরীর গুলশান থানাধীন গুলশান-২ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই এর অনুমোদন বিহীন লোগো ব্যবহার করে পন্য মজুদ, সংরক্ষন ও বিক্রয় এবং মোড়কজাত নিবন্ধন সনদ বিহীন মোড়কজাত পন্য বিক্রয়ের অভিযোগে গুলশান-২, ফয়সাল টাওয়ার, ২৭ উত্তর সি/এ এর লেভ্যান্ডার সুপার শপের ম্যানেজার সহ নিম্নোক্ত ৪ জনকে অর্থদন্ড প্রদান করা হয়ঃ

সৈয়দ সেলিম উদ্দিন আহমেদ (৬২) (ম্যানেজার) জেলা- ঢাকা কে ২,০০,০০০ টাকা, মোঃ শরিফুল আলম তপন (৩৪) (সুপারভাইজার) জেলা- গাজীপুর কে ২০০,০০০ টাকা, মোঃ মাসুদুর রহমান দিদার (৪৩) (সুপারভাইজার) জেলা- মানিকগঞ্জ কে ২,০০,০০০ টাকা, এবং সুমা আক্তার (২৯) (সুপারভাইজার (কসমেটিক্স)) জেলা- বরিশাল কে ২,০০,০০০ টাকা

ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।