নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের ২নং টিম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার মোড়স্থ ফিরিঙ্গি বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ২১০০ পিস ইয়াবা সহ আবু সুফিয়ান (৪২) কে গ্রেফতার করে।

ইয়াবা কিংবা যে কোন ধরনের মাদক দ্রব্য উৎপাদন, সেবন, সরবরাহ ও বিপনন আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।