সুমন হোসেন ( যশোর) ঃ গতকাল রবিবার ৬ ফেব্রুয়ারি, সকাল ১০ টায় যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), যশোর উক্ত কিট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এসময় তিনি অফিসার ও ফোর্সদের সরকারি ইসূকৃত মালা-মাল পরিদর্শন করেন এবং এগুলোর যথাযথ ব্যবহারে নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, আমরা একটি সুশৃংখল বাহিনী সুতরাং আমাদের পোষাকেও তার বহির প্রকাশ থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, আরআই পুলিশ লাইন্স, যশোর, আরও-১, রিজার্ভ অফিস যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।