নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল রবিবার ৬ ফেব্রুয়ারী, বিকেল ৩ টার সময় বিএমপি’র উপ-পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয়ে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,বিএমপি উপ-পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঞা।
সঞ্চালনায় ছিলেন, বিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ ফজলুল করিম।
এ-সময় সভাপতি বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট জোন ও থানার শীর্ষ কর্মকর্তা সহ অন্যান্য অফিসারবৃন্দ।