রাজধানীর মিরপুরে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১ টি মামলা সহ ১ লাখ টাকা জরিমানা

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ৮ ফেব্রুয়ারি, বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ টি প্রতিষ্ঠান কে ১ লাখ টাকা জরিমানা করা সহ ১ টি মামলা দায়ের করে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, উক্ত অভিযান পরিচালনা কালে বিএসটিআই আইন ২০১৮ অনুসারে “কাপড়ে রং-এর স্থায়ীত্বের” অনুকূলে লাইসেন্স গ্রহণ ব্যতীত বিভিন্ন পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে চন্দ্রবিন্দু, ১০৫/১/এ, কলওয়ালাপাড়া, মেইন রোড, মিরপুর ১, ঢাকা নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১(একটি) মামলা দায়ের করা হয় এবং ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই এর কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন।