ভারতের ইন্দোর মিউনিসিপ্যাল করপোরেশন এর সাথে ডিএনসিসির জুম মিটিং অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) অত্যন্ত সুনামের সাথে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করে আসছে এছাড়া সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনার মানোন্নয়ন ও আধুনিকায়নে নানামুখী যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।


বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে গত মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি, ভারতের ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (ভারতের সবচে পরিচ্ছন্ন শহর হিসেবে পুরস্কার প্রাপ্ত) সাথে ডিএনসিসি একটি জুম মিটিং আয়োজন করে।

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।

উক্ত সভায় দুই দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি আধুনিক পরিস্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।