ডিএনসি,র টেকনাফ বিশেষ জোনের মাদক বিরোধী অভিযানে বিয়ার ও বিদেশি মদ সহ ১ জন গ্রেফতার

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বুধবার ৯ ফেব্রুয়ারি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬৮৫ ক্যান বিয়ার, ১৩২ বোতল হুইস্কি উদ্ধার সহ ১জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারের টেকনাফ বিশেষ জোন সন্ধ্যা প্রায় ৬ টার সময় টেকনাফ সাবরাং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ডেইলপাড়ার জনৈক এজাহার মিয়ার বসত বাড়ীতে অভিযান চালানো হয়।

এসময় বাড়ীর ভিতর খাটের নিচে মজুদ করা বিদেশী মাদক দ্রব্য গ্র্যান্ড রয়েল হুইস্কি ১৩২ বোতল, আন্দামান গোল্ড বিয়ার ৪৮৫ ক্যান, ডায়া ব্লো ১২ পার্সেন্ট বিয়ার ২০০ ক্যান, উদ্ধার করা হয়।

মাদক কারবারী বেলাল উদ্দিন (২৮), পিতা-এজাহার মিয়া, মাতা রহিমা খাতুন, ৫ নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানাঃ টেকনাফ জেলাঃ কক্সবাজার পালিয়ে যেতে সক্ষম হলেও গ্রেফতার করা হয় অপর আসামী হেলাল উদ্দিন (৩২), পিতাঃএজাহার মিয়া, মাতাঃ রহিমা খাতুন, ৫ নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানাঃ টেকনাফ জেলাঃকক্সবাজার কে।

এরা দুই সহোদর পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে টেকনাফে মামলা দায়ের করা হয়।