নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর তেজগাঁও ” কান্ট্রি ন্যাচারাল” হিমাগারে অভিযান

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এর নেতৃত্বে “কান্ট্রি ন্যাচারাল” এর হিমাগার, তেজগাঁও শিল্প এলাকা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে দেখা যায়, প্রতিষ্ঠানটিকে সঠিক নিয়মে আমদানিকৃত পন্যের যথাযথ লেবেলিং করতে দেখা যায়।

“কান্ট্রি ন্যাচারাল” কর্তৃপক্ষ তাদের ট্রেড লাইসেন্স এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রদর্শনে সফল হয়। “কান্ট্রি ন্যাচারাল” প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বিরোধী কোন কার্যক্রম পরিলক্ষিত হয় নি।

“কান্ট্রি ন্যাচারাল” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন, বিএফএসএ এর অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটেলিয়ান আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।