ভোক্তা অধিকার মুন্সীগঞ্জে কর্তৃক বাজার মনিটরিং ও জরিমানা আদায়

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল বুধবার ২ মার্চ দুপুর সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক টংগিবাড়ি উপজেলায় আলদি বাজার এলাকায় সয়াবিন তেলের খুচরা দোকান সমূহে অভিযান কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন

মোল্লা স্টোর ও বৈশাখি স্টোরে অভিযান কালে দেখা যায় যে, সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রয় করা হচ্ছে, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না, এছাড়া ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং পাওয়া যায়।

মোল্লা স্টোর কে ১০০০ টাকা ও বৈশাখি স্টোরকে ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্য পন্য ফার্মেসী তে সংরক্ষণ ও প্রদর্শন করায় মা মেডিসিন শুপকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

ব্যবসায়ী দের কে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রয় করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেয়া হয়। মোট ৩টি প্রতিষ্ঠান কে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম অভিযানে সহযোগিতা করেন।