নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ৬ মার্চ, বেলা সাড়ে ৩ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশে সংযোজিত বডি ওর্ন ক্যামেরা এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।
এ সময় তিনি বলেন, বডি ওর্ন ক্যামেরা বাংলাদেশ পুলিশের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নতুম এক মাত্রা যোগ করেছে।
এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এর সঠিক ব্যবহার অপরাধ তথা অপরাধী শনাক্তের জন্য যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি পুলিশ সদস্যদেরও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ।
বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে জিপিএস প্রযুক্তির সহায়তায় যেকোনো স্থানে বসেই ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করতে পারবেন। এ ছাড়াও পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে।
এ সময় প্রাথমিক পর্যায়ে প্রাপ্ত বডি ওর্ন ক্যামেরাগুলো পুলিশ কমিশনার বিএমপি’র সকল থানা, ট্রাফিক, ডিবি, সিএসবি তে কর্মরত পুলিশ সদস্যদের নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, এর আগে বডি অন ক্যামেরা রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের উপর দু দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস্ এন্ড প্রসিকিউশন), মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার, (দক্ষিণ) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মােঃ মনজুর রহমান পিপিএম-বার, সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ পদবীর প্রশিক্ষণার্থীগণ।