কক্সবাজারে র‌্যাব-১৫ এর অভিযানে ৩০,০০০ পিস ইয়াবা সহ ৪ জন গ্রেফতার

অন্যান্য অপরাধ এইমাত্র

 

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১৪ মার্চ র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন ওশান প্যারাডাইস হোটেলের বিপরীত পার্শ্বে হোটেল জামানের ৭০৭ নং কক্ষে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।


বিজ্ঞাপন

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল সকাল ৭ টা ১৫ মিনিটের সময় একই তারিখে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে নুরুল হাকিম (৩৮), পিতা- মৃত নুর আলম, মাতা- মৃত সৈয়দা খাতুন, সাং- শোলকবহর, ০৮নং ওয়ার্ড ,চট্টগ্রাম সিটি কর্পোরেশন, থানা- পাঁচলাইশ, সিএমপি, বর্তমান ঠিকানা, আমগাছতলা রিয়াজুল হকের ভাড়া বাসা, ০৯নং ওয়ার্ড, ইউপি- রাজাপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, মোঃ শাহাদাত হোসেন আউয়াল (২৮), পিতা- আব্দুর রহিম, মাতা- নার্গিছ আক্তার, সাং- বড় হাতিয়া, ০১নং ওয়ার্ড, ইউপি-০১ নং বড় হাতিয়া, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম, জাইয়েদ আকবর (২৩), পিতা- মোস্তফা হোসেন, মাতা- ছফুরা বেগম, সাং- ভারুয়াখালী বানিয়া পাড়া, ০৪নং ওয়ার্ড, ইউপি- ভারুয়াখালী, থানা- সদর, জেলা- কক্সবাজার, এবং রবি আলম (২০), পিতা- জুনু মিয়া, মাতা- আয়শা খাতুন, সাং- দীঘিরবিল, ০১নং ওয়ার্ড, ইউপি- জালিয়াপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজরদের ধৃত করে।

তখন ধৃত ব্যক্তিদেরকে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের টাকা রয়েছে।

তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির দেহ ও সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৫,৭৫,০০০ (পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ পরস্পর যোগসাজসে বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করিয়া আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।