পুষ্টি পরিষদের আয়োজনে পুষ্টি প্রত্যাক্ষ প্লাটফর্মের ৮ম তম সভা অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ১৪ মার্চ, রাজধানীর লং বিচ স্যুটস এর কোরাস হলে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ-এর আয়োজনে পুষ্টি প্রত্যক্ষ প্ল্যাটফর্মের ৮ম সভা এবং সংশ্লিষ্ট অপারেশনাল প্ল্যানসমূহের (OP) বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্যে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ডা. জুবাইদা নাসরীন পুষ্টি খাতে সংশ্লিষ্ট অপারেশনাল প্ল্যানের কার্যক্রমের গুরুত্বের উপর জোর প্রদান করেন এবং পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়নে অপারেশনাল প্ল্যানসমূহকে নিউট্রিশন ফর গ্রোথ সামিট-২০২১ এ মাননীয় প্রধানমন্ত্রীর ১২টি অংগীকারের প্রতিফলনের উপর গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন

সভার শুরুতেই পূর্বের সভার কার্যবিবরণী এবং অপারেশনাল প্ল্যানসমূহের পুষ্টি সংশ্লিষ্ট সার্বিক কর্মকাণ্ডের সারমর্ম উপস্থাপনা করেন পুষ্টি প্রত্যক্ষ প্লাটফর্মের সদস্য সচিব ডা. মো. ফজলে রাব্বী।

সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ।

সভাপতির বক্তব্যে তিনি পুষ্টি খাতে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের গুরুত্ব উল্লেখপূর্বক উক্ত প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণের উপর আলোকপাত করেন।

কর্মশালার মূল অংশে সংশ্লিষ্ট অপারেশনাল প্ল্যানের ফোকাল পার্সনগণ তাদের কার্যক্রমের সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মিজানুর রহমান, পরিচালক (এম আই এস) এবং লাইন ডাইরেক্টর (এইচ আই এস এন্ড ই-হেলথ) পুষ্টি ব্যবস্থাপনায় ডিজিটাল কার্যক্রমের ব্যাপ্তির উপর গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করেন।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), তাঁর প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য খাতে অপ্রতুল বাজেটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রোগ প্রতিরোধে পুষ্টির ভূমিকার উপর জোর দেন।

তিনি সংক্রামক এবং অসংক্রামক উভয় রোগের বিস্তার রোধে পুষ্টি ব্যবস্থাপনার সমন্বয়ের উপর গুরুত্ব প্রদান করেন।