২৬ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃমির ডোজ খাওয়ানো শুরু

অন্যান্য এইমাত্র সারাদেশ

নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ২০ মার্চ, থেকে সপ্তাহ ব্যাপি দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫-১৬ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ কৃমিনাশক ঔষধ খাওয়ানো হচ্ছে।


বিজ্ঞাপন

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার একটি কর্ম পরিকল্পনা হচ্ছে ফাইলেরিয়াসিস নির্মূল,কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম।

২০২৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে কৃমি নির্মূলের লক্ষ্যে ৫-১৬ বছর বয়সী শিশুদের জন্য রোগ নিয়ন্ত্রন শাখা কৃমি নিয়ন্ত্রন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সেই ধারাবাহিকতায় রবিবার ২০ মার্চ, থেকে সপ্তাহ ব্যাপি দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হচ্ছে। ।