নিজস্ব প্রতিবেদক ঃ
গতকাল রবিবার ২০ মার্চ বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পল্টন থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বিএসটিআই এর টিম বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা ও জরিমানা আদায় করে।
জানা গেছে, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মধু, ঘি ও আমদানিকৃত ফ্রুট কর্ডিয়েল, সস, মধু, টফি, চিপস্, নারিকেল তেল, ইত্যাদি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং অধিকাংশ মোড়কে মানচিহ্নসহ প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ না করে আউটলেট ও অনলাইনে বিক্রয়, বিতরণ, বাজারজাতের অপরাধে ১টি মামলা দায়ের করা হয়।
আদালত উক্ত অপরাধে একিউর এগ্রো ফুড এন্ড নিউট্রিশন, ১১৯, শান্তিনগর, পল্টন, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে।
উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে আফসানা হোসেন, ফিল্ড অফিসার (গ্রেড-৮), সিএম উইং, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।