ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণ কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা সহ টেকনাফের মাদক পাচারকারী চক্রের ১ সদস্য গ্রেফতার

অন্যান্য অপরাধ আইন ও আদালত এইমাত্র সারাদেশ

নিজস্ব প্রতিবেদক ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) কর্তৃক মাছের চালানে ইয়াবা পাচারকালে টেকনাফের মাদক পাচারকারী মোঃ মাজহারুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার সহ ৬০ লাখ টাকা মূল্যের ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে শুন্য সহিষ্ণুতা নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল এবং ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় খিলগাঁও সার্কেলের পরিদর্শক মোঃ ফজলুল হক খানের নেতৃত্বে একটি অপারেশনাল টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ২৩ মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ি থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ি এলাকা থেকে মাছ বহনকারী ককশিটের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় পাচারকালে টেকনাফের মাদক পাচারকারী মোঃ মাজহারুল ইসলাম (২৮) কে ২০,০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী , মোঃ মাজহারুল ইসলাম (২৮), পিতাঃ মোঃ শামছুল ইসলাম, মাতাঃ মৃত আনোয়ারা বেগম, ঠিকানাঃ অলিয়াবাদ, দাইলপাড়া, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাজহারুল জানায়, উক্ত ইয়াবা কারওয়ান বাজার এলাকায় মাদক কারবারি জনৈক রাসেল এর নিকট পৌঁছে দেবার জন্য নিয়ে আসছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্যদের আটক করতে অভিযান চলমান আছে।