মাদারীপুরে দুদকের ২৪ তম কার্যালয়ের যাত্রা শুরু

অন্যান্য এইমাত্র সারাদেশ

নিজস্ব প্রতিনিধি ঃ মাদারীপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২৪ তম সমন্বিত জেলা কার্যালয়ের যাত্রা শুরু করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

বুধবার (৩০ মার্চ) দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করে কার্যালয়টির উদ্বোধন করেন।


বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজানুর রহমান, মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ ) কে এম সোহেল, দুদক পরিচালক আক্তার হোসেন, মাদারীপুর পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান ও মাদারীপুর দুদকের উপ-পরিচালক মো. আতিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম।

এর আগে গত ২ জানুয়ারি দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের যাত্রা শুরু হয়।

২০২১ সালের ৬ অক্টোবর কক্সবাজার ও বান্দরবান জেলা নিয়ে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় স্থাপনের ঘোষণা আসে।

এরপর গত ১ নভেম্বর আরও ১৩টি জেলা কার্যালয় স্থাপন ও চালুর অনুমোদন দেওয়া হয়।

এগুলো হলো; নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ), গাজীপুর (গাজীপুর ও নরসিংদী), মাদারীপুর (মাদারীপুর ও শরীয়তপুর), গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর (জামালপুর ও শেরপুর), নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা), ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা) ও পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি) সমন্বিত জেলা কার্যালয়।

চলমান ২২টি সমন্বিত জেলা কার্যালয়ের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে এ ১৪টি সমন্বিত জেলা কার্যালয়।

এতে করে মোট ৩৬ জেলায় সমন্বিত জেলা কার্যালয়ের মাধ্যমে দুদক কার্যক্রম পরিচালনা করবে।