নড়াইলে ট্রাফিক আইন মেনে চলাচলকারী চালকদের ফুলেল শুভেচ্ছা জানান,পুলিশ সুপার প্রবীর কুমার

Uncategorized আইন ও আদালত

নড়াইলে ট্রাফিক আইন মেনে চলাচলকারী চালকদের
ফুলেল শুভেচ্ছা জানান,পুলিশ সুপার প্রবীর কুমার






মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা মূলক প্রচার প্রচারনা এবং হেলমেট থাকলে ফুলেল শুভেচ্ছা,হেলমেট না থাকলে মামলা এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে মোটর সাইকেল চালকদের মাঝে ট্রাফিক আইন মেনে চলতে নড়াইল জেলা পুলিশের আহব্বান।এসময় হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং হেলমেটবিহীন ও কাগজ পত্রবিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক করে ট্রাফিক আইন মেনে চলতে পরামর্শ দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচির উদ্ধোধন করেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।এ সময় মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলাচল করার আহব্বান জানান,পুলিশ সুপার।পুলিশ সুপার সকল মোটরসাইকেল চালকদের,ট্রাফিক আইন মেনে চলতে আহব্বান জানান এবং সকলের উদ্দেশে বলেন,অল্প বয়সে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে,হেলমেট ছাড়া এবং মোটরসাইকেলের কাগজ পত্র ড্রাভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালোনো যাবে না,মোটর সাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে সর্তক ভাবে চলাচল করতে হবে।এ সময় হেলমেট পরা মোটরসাইকেল চালকদের কে শুভেচ্ছা সরুপ রজনী গন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।এ সময় আরো উপস্থিত ছিলেন,মীর শরিফুল হক জেলা বিশেষ শাখা,তপন কুমার টিআই ট্রাফিক বিভাগসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ,ট্রাফিক বিভাগের কর্মকর্তাগণ ও সাংবাদিকগণ প্রমূখ।


বিজ্ঞাপন