বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Uncategorized আন্তর্জাতিক

  1. নিজস্ব প্রতিবেদক ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের আয়োজনে রবিবার ১০ এপ্রিল, পিলখানাস্থ সীমান্ত সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ইফতার মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসাদুজ্জামান খান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সংসদ সদস্যগণ, বিভিন্ন বাহিনীর প্রধানগণ, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, দেশবরেণ্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিবর্গ পিলখানায় পৌঁছালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ (Major General Shakil Ahmed), এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁদের সাদর অভ্যর্থনা জানান। ইফতারের পূর্বে দেশ, দেশের মানুষ ও বিজিবি’র উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
    উল্লেখ্য, বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে বিগত দুই বছর বিজিবি সদর দপ্তরে ইফতার মাহফিল আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবছর করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকায় এবারের ইফতার মাহফিল আয়োজন করা হয় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিল সফলভাবে সমাপ্ত হয়।