নিজস্ব প্রতিনিধি ঃ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ময়মনসিংহ এর আয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার স্টেশন রোড (ট্রাফিক মোড়)ও মেছুয়া বাজার সংলগ্ন এলাকায় পবিত্র রমজান মাসে ভোক্তার জন্য ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ভোক্তাদের যাবতীয় অধিকার রক্ষায় আয়োজিত প্রচারাভিযানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ আতিকুর রহমান। তিনি রমজানে নিরাপদ ইফতার সামগ্রী উৎপাদন, বিপনন, সংরক্ষণ, সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এতে আরও বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় এর সহকারী পরিচালক নিশাত মেহের। ক্যাব ময়মনসিংহ এর সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যাব ময়মনসিংহ এর বিভিন্ন নেতৃবৃন্দ। স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ।
সবাইকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ও সংশ্লিষ্ট আইন সমূহ যথাযথ ভাবে মেনে চলার অনুরোধ করা হয়।
ময়মনসিংহে ভোক্তা অধিকার ও ক্যাব কর্তৃক নিরাপদ ইফতার সামগ্রী উৎপাদন, বিপনন, সংরক্ষণ এর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
👁️ 31 News Views
