নিজস্ব প্রতিনিধি ঃ বরিশাল গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার ১৫ এপ্রিল, সকাল সাড়ে ৬ টায় এয়ারপোর্ট থানাধীন ০২নং কাশিপুর ইউপি’র ০৮নং ওয়ার্ডের বিল্ববাড়ী সাকিনের লাকুটিয়া সড়কস্থ মূখার্জীর পোল “মেসার্স সাইফুল ট্রেডার্স” নামক দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ মোঃ বশির হাওলাদার (৪২), পিতা- মৃতঃ মোসলেম হাওলাদার, মাতা- মৃতঃ রেনু বেগম, সাং- ফালাঘর রশিদ হাওলাদারের বাড়ী, ১২নং রঙ্গশ্রী ইউপি, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, এ/পি- জনৈক মোস্তফা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, ঝাউলাডি চৌরাস্তা, বেরীবাধ, কামরাঙ্গীরচর থানার পশ্চিম পাশে, থানা- কামরাঙ্গীরচর, জেলা-ঢাকাকে গ্রেফতার করে।
এসময় অপর সহযোগী মোঃ জাহাঙ্গীর মুন্সি (৪৯), পিতা- মৃতঃ ফজলে আলী মুন্সি, মাতা- মৃতঃ রিজিয়া বেগম, সাং- সরদার বাড়ী, মুকুন্দপট্টি, ০২নং ওয়ার্ড, চরবাড়ীয়া ইউপি, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে