রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ১৭ এপ্রিল, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১টায় নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ. এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় ।

প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর পক্ষে রাসিকের কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর কর্মকর্তা-কর্মচারীরা পৃথক শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনজাত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম তজু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তরিকুল আলম পল্টু,, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান (বাচ্চু), সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ আয়েশা খাতুন, মাজেদা বেগম, নাদিরা বেগম, প্রধান প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন সহ শাখা প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুনসহ কর্মচারীবৃন্দ|


বিজ্ঞাপন