মামুন মোল্লা ঃ সোমবার ১৮ এপ্রিল, বিকাল ৫ টার সময় রুপসা উপজেলার ইলাইপুর মোড়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনার সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত পুলিশ সদস্য এএসআই (নি:) মো নাসিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনা সিটি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি খুলনার বটিয়াঘাটার বিরাট কালবুনিয়া গ্রামের মোঃ আব্দুল ওয়াদুদ মোল্যার ছেলে।
কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত এএসআই (নিঃ) মোঃ নাসিম উদ্দিন এর অকাল মৃত্যুতে গভীর শোক ও আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।