সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ফেসবুক আইডি হ্যাক করে ম্যাসেঞ্জারের মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত

Uncategorized অপরাধ

মামুন মোল্লা ঃ ফেসবুক আইডি হ্যাকড হ‌ওয়ার পরে ম্যাসেঞ্জারের মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থ উদ্ধার করে বাদীকে ফিরিয়ে দিল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, খুলনা, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, জনৈকা রঞ্জু মিত্র বটিয়াঘাটা কলেজের একজন শিক্ষিকা। গত ৮ এপ্রিল তার নিজ নামীয় ফেইসবুক আইডি হ্যাকড হয়।

এরপর প্রতারক রঞ্জু মিত্রের ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডদের নিকট রঞ্জু মিত্র সেজে বিভিন্ন সমস্যা উল্লেখ করে বিকাশের মাধ্যমে টাকা চাইতে শুরু করে।

তখন রঞ্জু মিত্রের ফ্রেন্ডদের মধ্যে থাকা তিনজন মোট ১৫,০০০ টাকা বিকাশে পাঠিয়ে দেয়। বিষয়টি প্রকাশ হওয়ার পরে রঞ্জু মিত্র বাদী হয়ে এই ঘটনা উল্লেখ করে বটিয়াঘাটা থানায় একটি জিডি করেন।
উক্ত জিডির সূত্র ধরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, খুলনা এই বিষয়ে কাজ শুরু করে।

সাইবার টিম ঐকান্তিক প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে সুদূর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকা থেকে প্রতারক এজেন্টের নিকট হতে টাকা ক্যাশ আউট করার পূর্বেই সাইবার টিম ১৫,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী রঞ্জু মিত্রকে ফেরত প্রদান করা হয়।

তিনি টাকা পেয়ে উচ্ছ্বসিত হন এবং পুলিশের এই কাজের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।
মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে আপনার যেকোনো ডিজিটাল তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর যেকোন বিষয়ে পোস্ট করা বা কোন পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার পূর্বে ভালো করে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ডিজিটাল জগতে সকলকে সচেতন হতে হবে।


বিজ্ঞাপন