Warning: Undefined variable $check in /home/nameev/public_html/www.ajkerdesh.com/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
Warning: Undefined variable $check in /home/nameev/public_html/www.ajkerdesh.com/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 233 জর্জ লারিয়া-আদজেই কর্তৃক ইউনিসেফ সহায়িত শিক্ষা কেন্দ্র পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক ঃ ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক জর্জ লারিয়া-আদজেই তাঁর বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ইউনিসেফ সসহায়িত শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, যেখানে ৮ থেকে ১৪ বছর বয়সী স্কুলের বাইরের শিশুদের জন্য আগ্রহ এবং গতি অনুসারে বিশেষ শিক্ষা প্রদান করা হয়।
পরবর্তীতে তিনি সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা কর্মশক্তি প্রক্রিয়া এবং চাইল্ড হেল্পলাইনে কল সেন্টার ব্যবস্থা পর্যবেক্ষণ করেন, আর কর্মশক্তি সম্প্রসারণের জন্য সরকারের পরিকল্পনা সম্পর্কে জানেন।
অবশেষে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এর সাথে বাংলাদেশের মানবিক সহায়তা ব্যবস্থা, রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ও ভবিষ্যৎ, করোনা ভাইরাস মোকাবেলার পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।