মামুন মোল্লা ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০০ গ্রাম গাঁজা সহ ৪ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ জামাল ব্যাপারী (৪২), পিতা-মোঃ আইয়ুব আলী ব্যাপারী, সাং-জোড়াগেট কাঁচা বাজারের পিছনে ৬নং ঘাট, থানা-খালিশপুর, মোঃ সুমন ভূইয়া (৩৬), পিতা-আনছার ভূইয়া, সাং-পুরাতন রেল স্টেশন, থানা-খুলনা, মোঃ সোহাগ (১৯), পিতা-মোঃ মাহাতাব শেখ, সাং-দারোগাপাড়া, থানা-লবণচরা এবং মোঃ বাবু মৃধা (৩৫), পিতা-মৃত: আনোয়ার হোসেন মৃধা, সাং-গিলাতলা ৫নং ওয়ার্ড, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।