নিজস্ব প্রতিনিধি ঃ আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর কে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বুধবার ২০ এপ্রিল, সকাল সাড়ে ১১ টায় লঞ্চ মালিক সমিতি, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, সদর নৌ থানার প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে কোতোয়ালি মডেল থানার আয়োজনে থানা চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালি মডেল থানা শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার, ক্রাইম এন্ড অপ/পিআর/ভিএসসি নাসরিন জাহান, অফিসার ইনচার্জ কোতােয়ালি মডেল থানা আজিমুল করিম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।