নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে নিরাপদ ইফতার বিষয়ক পরিদর্শন ও জনসচেতনতামূলক উদ্ধুদ্ধকরণ কর্মসূচী পালন
নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ২১ এপ্রিল নিরাপদ ইফতার নিশ্চিত করার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে নিরাপদ ইফতার বিষয়ক পরিদর্শন ও জনসচেতনতামূলক উদ্ধুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে সাতমসজিদ রোড ধানমন্ডি এলাকায় কার্যক্রম সম্পন্ন করা হয়।
উক্ত কর্মসূচিতে যারা ইফতার তৈরি ও বিক্রি করেন তাদের মাঝে হাইজিন পণ্য ও লিফলেট বিতরণ পাশাপাশি নিরাপদ খাদ্যবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
একইসাথে ভোক্তাদের নিরাপদ ইতফার ক্রয়ের সময় সতর্ক ও সচেতন থাকার জন্য পরামর্শ প্রদান ও অনুরোধ করা হয়।
সকলের প্রতি আমার আহবান রইল, নিরাপদ খাদ্য আইন মেনে চলুন জীবন ও স্বাস্থ্য সুরক্ষা করুন।
সুস্বাস্থ্যের মূলনীতি নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি এবং জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য গ্রহণে নিজে সচেতন হই এবং পাশাপাশি অন্যজনকেও সচেতন করুন।